C/2011 L4 (PANSTARRS)
একটি ধূমকেতু বিশেষ।

এটি একটি অনিয়মিত ধূমকেতু। ২০১১ খ্রিষ্টাব্দের জুন মাসে এই ধূমকেতুটি আবিষ্কৃত হয়েছে। এটি হাওয়াই দ্বীপপুঞ্জের মাউই দ্বীপে
 Pan-STARRS দিয়ে আকাশ পর্যবেক্ষণের সময় এই ধূমকেতু প্রথম আবিষ্কার করা হয়।

২০১৩ খ্রিষ্টাব্দের ৫ মার্চ পৃথিবীর নিকটে আসে। এই সময় পৃথিবীর দক্ষিণ গোলার্ধে দেখা গিয়েছে। এই সময় পৃথিবী থকে এর দূরত্ব ছিল প্রায় ১৫০,০০০,০০০ কিলোমিটার। ১০ মার্চ এটি সূর্যের খুব কাছে পৌঁছায়। এই ধূমকেতুটি উর্ট মেঘ থেকে সৃষ্টি হয়েছে। এর আবর্তন কাল ১,১০০,০০ বৎসর।


তথ্যসূত্র :
http://earthsky.org/space/comet-panstarrs-possibly-visible-to-eye-in-march-2013