বেতার তরঙ্গ
বেতার তরঙ্গ (
Radio wave) হলো- বিদ্যুৎচুম্বকীয় বর্ণালীতে তরঙ্গদৈর্ঘ্যসহ বিদ্যুৎ-চুম্বকীয় বিকিরণ (electromagnetic radiation) -এর একটি প্রকরণ। এই তরঙ্গে দৈর্ঘ্য অবলোহিত রশ্মির চেয়ে বড়। অন্যান্য বিদ্যুৎচুম্বকীয় তরঙ্গের মতই এই তরঙ্গ আলোর গতিতে চলাচল করতে পারে। প্রকৃতিতে বজ্রপাত বা মহাকাশীয় বস্তু থেকে উৎপন্ন হয়। কৃত্রিমভাবে উৎপন্ন বেতার তরঙ্গ, বেতার যন্ত্র, রাডার, তারবিহীন বিভিন্ন যোগাযোগ মাধ্যমে ব্যবহার করা হয়।
 

বেতার তরঙ্গের দৈর্ঘ্য এবং কম্পাঙ্কের ভিত্তিতে বেতার তরঙ্গ বিভিন্ন ভাগে ভাগ করা হয়। বিদ্যুৎচুম্বকীয় বিকিরণের তালিকায় বেতার তরঙ্গের পার্থক্য দেখানো হয়েছে। দেখুন : বৈদ্যুতিক বিকিরণ।