হ্যালির ধূমকেতু
ইংরেজি : Halley's Comet

প্রতি ৭৫-৭৬ বছর পরপর পৃথিবীর আকাশে দৃশ্যমান হয়ে উঠা একটি ধূমকেতু। প্রখ্যাত ইংরেজি জ্যোতির্বিজ্ঞানী এডমান্ড হ্যালির নামানুসারে এই ধূমকেতুর নামকরণ করা হয়েছে। এর জ্যোতির্বিজ্ঞান নাম ১পি/হ্যালি। এই ধূমকেতু খালি চোখে স্পষ্ট দেখা যায়।  ১৯৮৬ খ্রিষ্টাব্দে এই ধূমকেতুকে শেষবারের মত দেখা গিয়েছিল। ২০৬১ খ্রিষ্টাব্দে এটি আবার পৃথিবীর আকাশে দেখা দেবে।

 

১৯৮৬ খ্রিষ্টাব্দে হ্যালীর ধূমকেতুর পর্যবেক্ষণের জন্য মহাকাশযান ব্যবহার করা হয়েছিল। GiottoVega মিশনে এই ধূমকেতুর তলদেশ ও নিউক্লিয়াস দেখার সুযোগ হয়। জাপান দুটি মহাকাশযানের মাধ্যমে বাড়ন্ত কমা পর্যবেক্ষণ করে।


এই ধূমকেতুটি সম্পর্কে, ক্যাসিনি প্রথম জানান যে ১৫৭৭, ১৬৬৫, ১৬৮০ খ্রিষ্টাব্দের ধূমকেতু সম্ভবত একই। তার এই অসমাপ্ত ধারণা কাজে লাগিয়ে ১৩৩৭ খ্রিষ্টাব্দ থেকে ১৬৯৮ খ্রিষ্টাব্দ পর্যন্ত ২৪টি ধূমকেতুর তথ্যাদি বিশ্লেষণ করে দেখা যায় ১৫৩১, ১৬০৭, ১৬৮২ খ্রিষ্টাব্দের ধূমকেতুর ভেতরে অনেক মিল রয়েছে। এর আগে নিউটন হ্যালির একটি সমস্যার সমাধান করতে গিয়ে কেপলারের সূত্র থেকে বিপরীত বর্গীয় নীতি প্রমাণ করেন। এই প্রমাণটি নাম On the Motion of Bodies in Orbit । এই বিচারে হ্যালী ধূমকেতুর কক্ষপথ উপবৃত্তাকার বিবেচনা করেন। তিনি ১৭০৫ খ্রিষ্টাব্দে তিনি ঘোষণা করেন যে, এই ধূমকেতুটি ১৭৫৯ খ্রিষ্টাব্দের শেষে দেখা যাবে। পরবর্তীতে Alexis Clairaut, Joseph Lalande এবং Nicole-Reine Lepaute এই তিনজন ফরাসি গণিতবিদ, হ্যালির হিসাবের সামান্য ত্রুটি সংশোধন করেন। তাঁদের হিসেব মতে ১৭৫৯ খ্রিষ্টাব্দের মধ্য এপ্রিলে ধূমকেতুটি দেখা যাবে বলে ধারণা পাওয়া যায়। পরবর্তী সময়ে এঁদের গণনা যথার্থ প্রমাণিত হয়।


তথ্যসূত্র :