কুইপার বলয়
সৌরজগতের একটি একটি অঞ্চলবিশেষ। এর অবস্থান নেপচুনের কক্ষপথের পরে। এর আকার ডিস্কের মতো।
 

সূর্য থেকে প্রায় ৩০ জ্যোতির্বিদ্যা একক (AU) দূরত্বে এর সীমানা শুরু হয়েছে। এর দূরতম প্রান্ত ৫৫ জ্যোতির্বিদ্যা একক (AU) উল্লেখ্য এই বলয়টি অনেকটি গ্রহাণুপুঞ্জের বলয়ের মতো। তবে এই বলয়ে পাথরের পরিবর্তে রয়েছে পানি, মিথেন এবং এ্যামোনিয়ার সংমিশ্রণে সৃষ্ট বরফ খণ্ড। এই কারণে একে বরফের জগৎ বলা হয়।

এই বলয়ে রয়েছে তিনটি বামন গ্রহ। এই গ্রহ তিনটি হলো- প্লুটো, হাউমিয়া, মাকেমাকে এবং এরিস। ধারণা করা হয়, এই বলয়ের ভিতরে বহু ক্ষুদ্রাকার গ্রহ রয়েছে। এই অঞ্চলে বহু ধূমকেতুর উৎপত্তিস্থল হিসেবে বিবেচনা করা হয়। এর অধিকাংশ গ্রহাণুগুলো পৃথিবীর চাঁদের চেয়ে ছোটো।

 

ুইপার বলয় এলাকায় অবস্থিত বস্তুগুলোকে বলা হয় কুইপার বলয় লক্ষ্যবস্তু [ Kuiper Belt object (KBO)]। এই লক্ষ্যবস্তুগুলো নেপচুনের কক্ষপথের বাইরে। এই কারণে এগুলোকে অনেকে নেপচুয়ান-উত্তর লক্ষ্যবস্তু [transneptunian objects (TNO)]। ১৯৯২ খ্রিষ্টাব্দ পর্যন্ত প্রায় ১৩,০০০ এই জাতীয় লক্ষ্যবস্তু শনাক্ত করা সম্ভব হয়েছে।