লাল সরণ
দূরবর্তী কোনো মহাকাশীয় বস্তু থেকে যখন আলো আসতে থাকে, তখন এর তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পায়। এর অর্থ দাঁড়ায় আলোক তরঙ্গের পরিবর্তনের দিক হয় লাল রঙের দিকে। আলোর এই লাল রঙের দিকে অগ্রসর হওয়ার প্রবণতাকে বলা হয় লাল সরণ (
redshift)।

১৯২৯ খ্রিষ্টাব্দে লাল সরণের দুটি মৌলিক ধর্ম বা বিধি প্রণয়ন করেন। এই বিধিটি হাবল বিধি নামে পরিচিত। এই বিধি হলো-
১. লাল সরণের ভগ্নাংশ তরঙ্গদৈর্ঘ্যের উপর নির্ভর করে না।
২. লাল সরণ ও আপাত উজ্জ্বলতা এমনভাবে সংশ্লেষিত অবস্থায় থাকে যে,  লাল সরণকে অপসরণ গতিবেগ এবং আপাত উজ্জ্বলতাকে দূরত্ব হিসাবে বিবেচনা করা হয়। এক্ষেত্রে অপসরণ গতিবেগ দূরত্বের আনুপাতিক হয়।

হাবল বিধির অনুপাতের ধ্রুবকটি হাবল ধ্রুবক নামে পরিচিত।
 


সূত্র :
তারা পরিচিত। মোহাম্মদ আব্দুল জব্বার। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশান। ফেব্রুয়ারি ১৯৯৪
বাংলা একাডেমী বিজ্ঞান বিশ্বকোষ।
১-৫ খণ্ড।

http://en.wikipedia.org/wiki/
contemporary Astronomy/ Jay M. Pasachoff 2nd edition
A Brief history of time / Stephen Hawking
Essays about Univesre/Boris A. Vorontrov-Vel'Yaminov/Mir Pulishers Moscow/1985