নিয়োওয়াইজ ধূমকেতু
C/2020 F3 (NEOWISE)

সৌরজগতের একটি
ধূমকেতু। প্রায় ৬৮ হাজার বৎসর পর এই ধূমকেতুটি পৃথিবীর আকাশে দেখা দেয় ২০২০ খ্রিষ্টাব্দের জুলাই মাসে। এই বছরের ২৭শে মার্চ (NEOWISE) মহাকাশীয় দূরবীক্ষণ যন্ত্রে এর অস্তিত্ব প্রথম ধরা পড়ে। এই সময় সূর্য থেকে এর দূরত্ব ছিল ৩০ কোটি কিলোমিটার এবং পৃথিবী থেকে এর দূরত্ব ছিল ২৫ কোটি কিলোমিটার।

দূরবীক্ষণ থেকে প্রাপ্ত চিত্র ও অন্যান্য তথ্যাদি পরীক্ষণের পর, ৩১ মার্চ একে ধূমকেতু হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। ১লা এপ্রিল এর বিজ্ঞানসম্মত নামকরণ করা হয়
C/2020 F3 । তবে সাধারণ মানুষের জন্য সহজবোধ্য নামকরণ করা হয় 'নিয়োওয়াইজ' দূরবীক্ষণের নামানুসারে।

ধূমকেতুটি ৩রা এপ্রিল সূর্য থেকে ৪ কোটি ৩০ লক্ষ কিলোমিটার দূর থেকে সূর্যকে প্রদক্ষিণ করে। উল্লেখ্য, এর প্রদক্ষিণ কাল ৪৫ থেকে ৬৮ হাজার পার্থিব বৎসর। ৩রা জুলাই মাসের এর দ্বিতীয় লেজ তৈরি হয়। এর প্রথম লেজটি গঠিত হয়েছিল গ্যাস এবং গ্যসীয় আয়ন দ্বারা। এর দ্বিতীয় লেজে ছিল নানা ধরনের ধূলিকণা। এই দ্বিতীয় লেজটি রঙ ছিল সোনালী। এর কেন্দ্রীয় বা মুণ্ডু অংশটির ব্যাস প্রায় ৫ কিলোমিটার।

২২শে জুলাই ধূমকেতুটি পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসে। এই সময় পৃথিবী থেকে এর দূরত্ব ছিল ১০ কোটি ৩০ লক্ষ কিলোমিটার।  এই সময় বাংলাদেশ থেকে উত্তর-পশ্চিম দিগন্ত রেখার কিছু উপরে সূর্যাস্তের পরে কিছুক্ষণ দেখা দৃশ্যমান হয়েছিল। জুলাইয়ের শেষে ধীরে ধীরে ধূমকেতুটি পৃথিবীর আকাশ থেকে অদৃশ্য হয়ে গেছে। এটি আবার পৃথিবীর আকাশে দৃশ্যমান হবে ৬৫ থেকে ৬৮ হাজার বছর পর।

তথ্যসূত্র :