|
![]() |
|
John Gurche- এর আঁকা চিত্র |
এদের ছোট
মুখে
ছিল ছোটো ছেদন দাঁত। মূলত এই ছোটো ছেদন দাঁত থেকে অনুমান করা হয়- এরা ছিল গরিলা,
শিম্পাঞ্জি'র পরের প্রজাতি। উল্লেখ্য, গরিলার ছেদন দাঁত খুব বড়, শিম্পাঞ্জির বড়, সাহেলান্থ্রাপাস-এর
ছোটো, আধুনিক মানুষের খুব ছোট। এই ছোটো ছেদন দাঁত থেকে অনুমান করা যায়, এদের আগ্রাসী
মনোভাব কম ছিল। আত্মরক্ষার জন্য এরা বড় বড় দলে বাস করতো। এবং দলের সদস্যদের ভিতরে
পারস্পরিক সহযোগিত গড়ে উঠেছিল। এরা গরিলা ও শিম্পাজির চেয়ে অনেক বেশি শব্দ উচ্চারণের প্রাথমিক ক্ষমতা লাভ করেছিল।
মস্তিষ্কের আকার বড় হওয়ায় এরা আগের প্রজাতিগুলোর তুলনায় অপেক্ষাকৃত জটিল চিন্তা করতে
পারতো। সম্ভবত এরা দুই পায়ে চলতে শিখেছিল।