কোষ-আবরণী (জীবিবজ্ঞান)
ইংরেজি : cell
membrane
প্রতিটি জীবকোষের বাইরের দিকে যে আবরণী থাকে তাকেই কোষ আবরণী বলে। প্রাণী কোষে এই আবরণীর সংখ্যা একটি এবং উদ্ভিদ কোষে এই আবরণী দুটি স্তরে বিভক্ত থাকে। উদ্ভিদ কোষের এই বরণী দুটি হলো– কোষ প্রাচীর ও কোষ পর্দা।
ক. কোষ প্রাচীর (cell
wall)
: সাধারণত কোষকে আবৃত করে রাখা নমনীয় (কখনো দৃঢ় হয়) এক ধরনের বহিরাবরণ।
উদ্ভিদ, ব্যাক্টেরিয়া, ছত্রাক এবং শৈবালের কোষে কোষপ্রাচীর দেখা যায়।
কাজ চলছে....