Kingdom (রাজ্য):
Plantae |
অশ্বগন্ধা
সংস্কৃত :
अश्वगन्ध
অশ্বগন্ধা
বাংলা :
অশ্বগন্ধা।
বৈজ্ঞানিক
নাম Withania
somnifera
এটি Solanaceae
গোত্রের একটি
গুল্ম জাতীয় উদ্ভিদ। এই গাছের
বিভিন্ন প্রজাতি ভারত, উত্তর আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং ভূমধ্য-সাগরীয় অঞ্চলে পাওয়া
যায়।
গাছগুলি সর্বোচ্চ পাঁচফুট পর্যন্ত হয়ে থাকে। এর শেকড়ের গন্ধ
অশ্বদেহের মতো, এই কারণে একে অশ্বগন্ধা
বলা হয়। এর কাণ্ড ধূসর ও লোমযুক্ত।
এর শাখাগুলো গোলাকার। পাতাতেও লোম থাকে।
পাতার অগ্রভাগ মোটা। পাতার গড়ন ডিম্বাকার এবং লম্বাটে। পাতার বৃন্ত বেশ ছোটো। এর
ফুল একলিঙ্গিক। ফুলের বহির্বাস ১/৪ ইঞ্চি। পাপড়ির আকার হয়ে থাকে ১/২ ইঞ্চি। ফুলের
আকার প্রায় ১/২ ইঞ্চি। এর ফল ১/৩ ইঞ্চি লম্বা। এর উপরিভাগ চামড়ার ন্যায় শক্ত।
এর ফল মটরের মতো এবং পাকলে তা লাল বর্ণ ধারণ করে।
ফল প্রচুর হয়ে থাকে। এর ফলের গন্ধও
অশ্বদেহের মধো। এর শুকনো ফল বাজারে পুনির ফাটা নামে বিক্রয় হয়।
শীতকালে এর ফুল ও ফল হয়।
আয়ুর্বেদ মতে― এই গাছের রস বলকারক। বার্ধক্যজনিত দুর্বলতা, স্নায়বিক দুর্বলতা, যৌন দুর্বলতা, শুক্রক্ষয় ইত্যাদির ক্ষেত্রে বিশেষ উপকার পাওয়া যায়। তবে এর পাকা ফল বমনকারক। এই ফল অম্ল, পেট ফাঁপা ও পেটের ব্যথা নিরাময়ে ব্যবহৃত হয়। এছাড়া এর ফল যকৃতের জন্য উপকারী
সূত্র :