Kingdom: Plantae
|
শিরীষ
সংস্কৃত : শিরীষ।
বৈজ্ঞানিক নাম : Albizia
lebbeck
ইংরেজি নাম :
Lebbeck, Lebbek Tree, Flea Tree, Frywood,
Koko
এবং
Woman's tongues ।
Fabaceae
গোত্রের এক প্রকার উদ্ভিদ। এই গাছের আদি নিবাস
ইন্দোনেশিয়া, নিউ গিনি এবং উত্তর অস্ট্রেলিয়া। বর্তমানে ভারত উপমহাদেশ এবং
মায়ানমারে এই গাছ প্রচুর দেখা যায়। বাংলাদেশের সর্বত্রই এই দেখা যায়।
এই
গাছ সর্বোচ্চ ১৮-৩০ ফুট পর্যন্ত লম্বা হয়। এর গুঁড়ির ব্যাস প্রায় ১ মিটার পর্যন্ত
হয়। গাছের গুঁড়ি কিছুটা সরলভাবে বৃদ্ধি পাওয়ার পর এর ডালপাল ছড়িয়ে পড়ে। গাছের বাকল
ফাটা ফাটা দেখায়।
এর পাতা বেশ মসৃণ হয়। তবে পাতগুলো লোমশ এবং অবনত হয়ে থাকে। একটি বড় পত্রদণ্ড থেকে
পাতা উৎপন্ন হয়। প্রতিটি পত্রদণ্ডে ৪-৮টি পত্রিকা বের হয়। পত্রিকার বোঁটা ছোটো হয়ে
থাকে।
ডালের
শীর্ষে ৩-৪টি ফুল হয়। ফুলগুলো লম্বায় প্রায় দেড় ইঞ্চি হয়। পুষ্পস্তবক পীত। তবে
ফুলের মাথার দিকটা সাদাটে হয়। ফুলের উপরের অংশ বেশ বড়। ফুলে সুগন্ধ থাকে। ফুলের
বোঁটা বেশ ছোটো হয়। বর্ষাকালে এর ফুল হয়।
এর ফল হয় শুঁটি আকারে। শুঁটিগুলোর বাইরের অংশের রঙ ধূসর। শুঁটগুলো চ্যাপ্টা হয়ে থাকে। এগুলো লম্বায় প্রায় ১ ফুট আর চওড়ায় প্রায় আধ ইঞ্চি হয়। শুঁটির রঙ হয় হাল্কা পীতবর্ণ। প্রতিটি শুঁটিতে ৬-১০টি বীজ থাকে। শীতকালে ফল ধরে।
এর পাতার রস থেকে রাতকানা রোগের ঔষধ তৈরি করা হয়। এর ছাল ও বীজ অর্শ ও পেটের ওসুখের জন্য উপকারী। এর মুলের ছাল দাঁতের মড়ি শক্ত করে।
সূত্র :
ভারতীয় বনৌষধি। দ্বিতীয় খণ্ড। কলিকাতা বিশ্ববিদ্যালয়। ২০০২।
http://en.wikipedia.org/wiki/
http://www.tropicalforages.info/key/Forages/Media/Html/Albizia_lebbeck.htm