Kingdom: Animalia
Phylum: Chordata
Class: Aves
Subclass: Neornithes
Infraclass: Neognathae
Superorder: Neoaves
Order: Passeriformes
Suborder: Passeri
Superfamily: Corvoidea
Family: Oriolidae
Genus: Oriolus
Species: O.
brachyrynchus

পশ্চিমাঞ্চলীয় কৃষ্ণ-মুণ্ডু হলুদ পাখি

 ইংরেজি নাম: Western Oriole, Western Black-headed Oriole
বৈজ্ঞানিক নাম :
Oriolus brachyrynchus


বাংলাদেশে এই পাখি দেখা যায় না। তাই বাংলাতে এই পাখির কোনো পৃথক নাম নাই।

 

Oriolidae গোত্রের Oriolus (হলুদিয়া পাখি) গণের এই পাখির  আদি নিবাস আফ্রিকা। এ্যাঙ্গোলা, ক্যামেরুন, মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র, কঙ্গো, আইভরো কোস্ট, গায়নাম গ্যাবন, গিনি-বিসাউ, কেনিয়া, লাইবেরিয়া, নাইজেরিয়া, সিয়েরে-লিওন, সুদান, তাঞ্জানিয়া, টোগো এবং উগান্ডা'র নিচু অরণ্যে এদের দেখা যায়। ১৮৩৭ খ্রিষ্টাব্দে হলুদিয় পাখির এই প্রজাতির নামকরণ করেন Swainson

 

এই পাখির নিচের দিকের রঙ হলুদ। এদের মাথার রঙ কালো। এই কারণে পশ্চিমাঞ্চলীয় এই হলুদিয় পাখির নাম, পশ্চিমাঞ্চলীয় কৃষ্ণ-মুণ্ডু হলুদ পাখি। এরা ফল, ফুল ফুলের মধু ইত্যাদি খায়।

এদেরকে সাধারণত একাকী বিচরণ করতে দেখা যায়। প্রজনন ঋতুতে জোড়ায় জোড়ায় দেখা যায়। তবে কখনো কখনো দলবদ্ধভাবেও এদের দেখা যায়।

 

 প্রজনন ঋতুতে পুরুষ পাখি গান গেয়ে স্ত্রী পাখিকে আকৃষ্ট করে। অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত এদের প্রজনন কাল। এরা লতপাতা দিয়ে পেয়ালার মতো বাসা তৈরি করে। সাধারণত ২টি ডিম পাড়ে।



সূত্র :