Kingdom: Animalia
Phylum: Chordata
Class: Aves
Order: Coraciiformes
Family: Bucerotidae Rafinesque, 1815
 

ধনেশ
ইংরেজি: Hornbill

Bucerotidae গোত্রের শক্ত ও লম্বা বাঁকানো ঠোঁটওয়ালা পাখির সাধারণ নাম। এই গোত্রের দুটি উপগোত্র হলো Bucerotinae এবং Bucorvinae। এই দুটি উপগোত্রের অধীনস্থ গণের পাখিগুলোকেই সাধারণভাবে ধনেশ বলা হয়। এদের পাওয়া যায় গ্রীষ্মমণ্ডলীয় ও উপ-গ্রীষ্মমণ্ডলীয় আফ্রিকা, এশিয়া এবং মেলানেশিয়ায়।

ভারতীয় পাইড ধনেশ : Anthracoceros albirostris

এরা আকারে বেশ বড়। ঠোঁট শক্ত ও লম্বা বাঁকানো। ইংরেজি ও বৈজ্ঞানিক নাম - উভয় পর্যায়েই শব্দ buceros (গরুর শিং) ব্যবহার করা হয়। ধনেশের ঘাড়ের প্রথম দুইটি হাড় এক্সিস ও এটলাস একে-অপরের সাথে মিশে রয়েছে। এর ফলে অনেক লম্বা ঠোঁটকে আরো স্থিতিশীল অবস্থায় রাখতে ও ধারণ করতে সক্ষম হয়। এই শক্তিশালী ও ভারী ঠোঁটের সাহায্যে শত্রুর মোকাবেলা করে এবং বাসা তৈরীসহ শিকার কাজ চালায়।

এরা সর্বভূক। এরা ফলমূল, ছোট ছোট প্রাণী আহার করে। এদের রয়েছে দুই স্তরবিশিষ্ট বৃক্ক রয়েছে।

এরা জোড়ায় জোড়ায় থাকতে ভালবাসে। প্রাকৃতিকভাবে সৃষ্ট গাছের গর্ত এবং কখনোবা সমুদ্রমূখী পর্বতের গর্তে এরা বাসা বাঁধে। প্রজননকালে স্ত্রী-ধনেশ বাসায় ডিম পাড়ে। উভয় ধনেশ ধনেশ ডিমে তা দেয় ও বাচ্চাকে বড় করে তোলে। বাচ্চা উড়তে না শেখা পর্যন্ত স্ত্রী ধনেশ বাসা থেকে বের হয় না। পুরুষ ধনেশ বাইরে খাবার সংগ্রহ করে নিয়ে আসে ও স্ত্রী পক্ষীর মুখে খাইয়ে দেয়।

প্রজাতিভেদে এদের শারীরিক কাঠামো ভিন্ন ভিন্ন রকম হয়। যেমন কাল বামুনাকৃতির ধনেশের (
Tockus hartlaubi) ওজন মাত্র ১০২ গ্রাম (৩.৬ আউন্স) এবং লম্বায় ৩০ সে.মি. (১ ফুট)। আবার সাউদার্ন গ্রাউন্ড হর্নবিলের (Bucorvus leadbeateri) ওজন প্রায় ৬.২ কিলোগ্রাম (১৩.৬ পাউন্ড) এবং লম্বায় ১.২ মিটার (৪ ফুট) হতে পারে। স্ত্রীজাতীয় ধনেশের তুলনায় পুরুষ ধনেশ সবসময়ই বড় হয়ে থাকে। প্রজাতি ও পরিবেশের ভিন্নতাজনিত কারণে এদের দেহের কাঠামো নির্ভর করে। বংশবিস্তার কার্যক্রমেও এদের শারীরিক পার্থক্যতা দেখা যায়। পুরুষ ও স্ত্রীজাতীয় ধনেশের শারীরিক পার্থক্য ১-১৭%। কিন্তু ঠোঁট ও পাখার দৈর্ঘ্যের ব্যবধান যথাক্রমে ৮-৩০% ও ১-২১%।

উপগোত্র এবং গণের বিচারে নিচে ধনেশের সকল প্রজাতির তালিকা দেওয়া হলো।


সূত্র :

http://en.wikipedia.org/wiki/Hornbill