আন্ত-আণবিক দূরত্ব
ইংরেজি
intermolecular distance

পদার্থের অণুসমূহের পরস্পরের মধ্যে সর্বদা কিছু দূরত্ব থাকে। দুইটি অণুর মধ্যবর্তী এই দূরত্বকে আন্ত-আণবিক দূরত্ব বলে। হিলিয়াম, আর্গন প্রভৃতি যে সকল পদার্থের অণু একটি পরমাণু দ্বারা গঠিত, সেইক্ষেত্রে আন্ত-আণবিক দূরত্ব বলতে দুটি পরমাণুর মধ্যবর্তী দূরত্বকেই বুঝায়। বিভিন্ন চাপ ও তাপমাত্রায় একই পদার্থের আন্ত-আণবিক দূরত্ব ভিন্ন ভিন্ন হয়ে থাকে। আবার একই চাপ ও তাপমাত্রায় বিভিন্ন পদার্থের আন্তরাণবিক দূরত্বও বিভিন্ন হয়। পানিতে আন্ত-আণবিক দূরত্ব আছে বলেই পানিতে চিনি দ্রবীভূত হওয়ার পর প্রাপ্ত দ্রবণের আয়তন পানি ও চিনির মোট আয়তন অপেক্ষা কম হয়। কিছু চিনির অণু পানির আন্ত-আণবিক স্থানে আশ্রয় নিয়ে থাকে। ফলে দ্রবণের আয়তন চিনি ও পানির মোট আয়তন অপেক্ষা কম হয়।


আন্ত-আণবিক বল
ইংরেজি
intermolecular force

পদার্থের অণুসমূহের মধ্যে এক প্রকার আকর্ষণী বল আছে। এই আকর্ষণী বলের সাহায্যেই অণুসমূহ পরস্পরের সাথে আবদ্ধ থাকে। অণুর এই আকর্ষণী বলকে আন্ত-আণবিক বল বলে। একে ভ্যান-ডার ওয়ালের
(van der waals) আকর্ষণী বলও বলা হয়। অণুর ইলেকট্রন ও নিউক্লিয়াসসমূহের মধ্যে পারস্পরিক ক্রিয়ার ফলশ্রুতিই হল আন্ত-আণবিক আকর্ষণ ।