ইথাইল এ্যালকোহল
ইংরেজি : ethyl alcohol, pure alcohol, grain alcohol, drinking alcoho
শব্দ-সংক্ষেপ :
EtOH

বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা  {|
তরল | প্রবাহী | বস্তু | দৈহিক সত্তা সত্তা |}
                       
{ | এ্যালকোহলযুক্ত পানীয় | ড্রাগ | ঘটক| নিমিত্তবাচক ঘটক | দৈহিক সত্তা | সত্তা |}

এটি একটি জৈব
এ্যাল্‌কোহল এই এ্যালকোহল দিয়ে নেশা সৃষ্টিকারী মদ নামক পানীয় তৈরি করা হয়। এই কারণে পানীয় জগতে মদকে অনেক সময় এ্যালকোহল বলা হয়। রসায়ন বিজ্ঞানে এ্যালকোহলের সাথে নেশার কোনো সম্পর্ক নেই। রসায়ন বিজ্ঞানে এটি অনেক প্রকার এ্যাল্‌কোহল-এর ভিতর একটি। এ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন থেকে উৎপন্ন এই এ্যালকোহলের রাসায়নিক সঙ্কেত CH3−CH2−OH ইথেন (CH3−CH3)-এর সাথে হাইড্রোক্সিল মূলক (-OH) যুক্ত হয়ে এই এ্যালকোহল তৈরি হয়। এটি সম্পৃক্ত এ্যালকোহল। এই এ্যাকোহলের হাইড্রোক্সিল মূলক (-OH) যুক্ত কার্বন পরমাণু  দুটি H পরমাণুর সাথে যুক্ত হয়ে −CH2OH মূলক তৈরি করে। এই কারণে একে প্রাইমারী এ্যালকোহল () বলা হয়।

সাধারণত শ্বেতসার, চিটাগুড় ও সেলুলোজ থেকে গাঁজানো-পদ্ধতিতে এই এ্যাল্‌কোহল তৈরি করা হয়। এই ক্ষেত্রে ইষ্ট নামক এক প্রকার জীবাণুর দেহ নিঃসৃত এনজাইম উল্লিখিত উপাদানগুলোকে ইথাইল এ্যালকোহলে পরিণত করে। একটি সুনির্দিষ্ট তাপমাত্রায় এই এনজাইম কাজ করে।

ইথাইল এ্যালকোহল উৎপাদনের ক্ষেত্রে দুই ধরনের খাদ্য উপাদান ব্যবহার করা হয়। এই খাদ্য উপাদানগুলোর সাথে ইষ্ট এবং অন্যান্য উপকরণ ব্যবহার করে ইথাইল এ্যালকোহল তৈরি করা হয়।

ইথাইল এ্যালকোহলের সংগ্রহ এবং পরিশোধন
যে কোনো পদ্ধতিতে প্রাথমিকভাবে ইথাইল এ্যালকোহলের একটি লঘু দ্রবণ তৈরি হয়। এর সাথে প্রচুর পানি, গ্লিসারিন, এ্যাসিটালডি হাইড, এ্যাসিটোন মিশ্রিত থাকে। এ্‌ই মিশ্রণকে বার বার পাতন করে ৯৫.৬% ইথাইল এ্যালকোহল সমৃদ্ধ দ্রবণ তৈরি করা হয়। এই দ্রবণটিকে বাণিজ্যিকভাবে শোধিত এ্যালকোহল বলা হয়।  এই শোধিত এ্যালকোহলের সাথে চুন মিশালে, এর ভিতরের পানি চুন শোষণ করে নেয়। এরপর এই মিশ্রণকে পাতিত করলে ৯৯.৫% ইথাইল এ্যালকোহল পাওয়া যায়। একে বলা হয় পরম এ্যালকোহল

ইথাইল এ্যালকোহলের ভৌত ধর্ম
এটি বর্ণহীন উদ্বায়ী তরল পদার্থ। এটি দাহ্য পদার্থ, পোড়ার সময় ধোয়া বিহীন অতি হাল্কা নীল রঙের শিখা তৈরি করে। এর স্বাদ কটু । ২০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপামত্রায় এর ঘনত্ব ০.৭৮৫১ গ্রাম/ঘন সেন্টিমিটার। গলনাঙ্ক -১৪৪ ডিগ্রি সেন্টিগ্রেড এবং
 স্ফুটনাঙ্ক ৭৮.৩৭ ডিগ্রি সেন্টিগ্রেড। পানি ও অধিকাংশ জৈব তরল পদার্থে দ্রাব্য। বিশেষ করে এ্যাসেটিক এ্যাসিড, এ্যাসিটোন, বেনজিন, কার্বন টেট্রাক্লোরাইড, ক্লোরোফর্ম, ডাই-ইথাইল ঈথার, ইথিলিন গ্লাইকোল, গ্লিসারল, নাইট্রোমিথেন, পিরিডিন এবং টুলুইন-এ দ্রবীভূত হয়।

ইথাইল এ্যালকোহলের ব্যবহার
মদ নামক পানীয়ের প্রধান উপাদান। মদের সমার্থক শব্দ হিসেবে যে এ্যালকোল শব্দ ব্যবহার করা হয়, তা মূলত ইথাইল এ্যালকোহলকেই বুঝানো হয়ে থাকে। এই এ্যালকোহলের সাথে নানা উপাদান যুক্ত করে বিভিন্ন ধরনের মদ তৈরি করা হয়। পেট্রোলের ব্যবহার সীমিত রাখার জন্য পেট্রোলের সাথে ইথাইল এ্যালকোহল ব্যবহার করা হয়। এই জাতীয় এ্যালকোহল মিশ্রিত জ্বালানিকে বলা হয় পাওয়ার এ্যালকোহল। এটি জীবাণু ধ্বংসকারী। এই কারণে, শরীরের ক্ষত স্থানকে জীবাণু মুক্ত করার জন্য এই এ্যালকোহল ব্যবহার করা হয়। এই জাতীয় এ্যালকোহলকে সাধারণত স্পিরিট বলা হয়।


সূত্র :