বিলেত ফেরত
ভারতে নির্মিত নির্বাক
কাহিনি-চলচ্চিত্র।
প্রযোজনা: 'ইন্দো ব্রিটিশ ফিল্ম কোম্পানি'
মুক্তি: ১৯২১
প্রেক্ষাগৃহ:
ভাষা: নির্বাক।
ফিল্ম: ৩৫ মিমি
রঙ: সাদা-কালো
দৈর্ঘ্য: ১,২১৯.২ মিটার
পরিচালক: নীতিশচন্দ্র লাহিড়ি
কাহিনিকার: ধীরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় ও নীতিশচন্দ্র লাহিড়ি
অভিনেতা-অভিনেত্রী:
ধীরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়, মন্মথ পাল, কুঞ্জলাল চক্রবর্তী, সুশীলাবালা, নৃপেন বসু,
নীতিশ লাহিড়ী, শিশুবালা।
এটিই প্রথম ভারতীয় চলচ্চিত্র যেখানে প্রগাঢ় চুম্বনের দৃশ্য ছিল। এই ছবিতে উকিল বিধুভূষণ মুখুজ্জের শিক্ষিতা সুন্দরী কন্যা সুশীলা দেবী ছিলেন নায়িকা। সিনেমার জন্য তিনি ব্রিচেস পরে ঘোড়ায় চড়া শিখেছিলেন। ভবানীপুরে ক্যালকাটা কেমিক্যালের জমি ভাড়া করে তৈরি রসা থিয়েটারে এ ছবি মুক্তি পায়। সুশীলা দেবীর এই একটিই ছবিতে অভিনয়ের কথা জানতে পাই।
সূত্র: