চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন
ব্রিটিশ ভারতে ১৯৩০ খ্রিষ্টাব্দে ভারতের স্বাধীনতাকামীর চট্টগ্রামে ব্রিটিশ সেনাবাহনীর লুণ্ঠন করে। এই ঘটনটাটি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন ১৯৩০ নামে পরিচিত। এই কাহিনি ঘটনা অবলম্বনে ১৯৪৯ খ্রিষ্টাব্দে বেঙ্গল ন্যাশনাল স্টুডিওর ব্যানারে একটি চলচ্চিত্র নির্মিত হয়। ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৪৯ খ্রিষ্টাব্দের ২৭ নভেম্বর  (রবিবার ১১ অগ্রহায়ণ ১৩৫৬)। এর কাহিনিকার ছিলেন চারুদত্ত। চিত্রনাট্যকার এবং পরিচালক ছিলেন নির্মল চৌধুরী।
        বিস্তারিত:  [প্রচার পুস্তিকা]

এই ছবিতে ব্যবহৃত রবীন্দ্রনাথ এবং নজরুলেরদুটি করে গান ব্যবহৃত হয়েছিল। এই চারট গান হলি-