মিন রাজা
Min Raza
মুসলমান নাম: ইলিয়াস শাহ
১৪৮০-১৫১৪ খ্রিষ্টাব্দ।

আরাকান রাজ্য-এর  ম্রায়ুক উ  রাজ্যের অষ্টম রাজা। ১৪৮০ খ্রিষ্টাব্দে সালিঙ্গাথু'র ঔরসে রানি সো লি সো-এর গর্ভে জন্ম গ্রহণ করেন। ১৫০২ খ্রিষ্টাব্দের ফেব্রুয়ারি মাসে সালিঙ্গাথু  মৃত্যুর পরে তিনি রাজত্ব লাভ করেছিলেন।

তিনি রাজ্য পরিচালনার ক্ষেত্রে বিশেষ উৎসাহী ছিলেন না। একমাত্র বাৎসরিক হাতি শিকারের আয়োজনে অংশগ্রহণ করতেন। এছাড়া প্রায় অলস জীবনযাপন করতেন। এছাড়া তিনি রাজধানী ম্রায়ুক উ-তে থাকার পরবর্তে বেশরি ভাগ সময় কাটাতেন প্রাচীন নগরী উইথালি-তে।

রাজ্যের প্রতি নজর না রাখার কারণে রাজশক্তি দুর্বল হয়ে পড়তে থেকে। এই দুর্বলতার সুযোগে ১৫১৩ খ্রিষ্টাব্দে থেট জনগোষ্ঠী বিদ্রোহ করে। এই বিদ্রোহী দল উইথালি'র রাজপ্রাসাদ দখল করে নেয় এবং ২৯ দিন তাদের দখলে রাখে। এই সময় মন্ত্রী পরিষদ মিন রাজাকে অপসারণ করে, তাঁর ১৫ বৎসরের সন্তান
গজপতিকে সিংহাসনে বসান। এরপর নিষ্ক্রিয় অবস্থায় প্রাসাদেই থাকতেন। ১৫১৪ খ্রিষ্টাব্দে গজপতি তাঁকে হত্যা করে সিংহাসন নিষ্কণ্টক করেন

তাঁর প্রধান রানি ছিলেন ৪জন। এঁরা হলেন- সো থুবা, সো মানাউ শিন ফুয়া, শিন পাইয়ো
। তাঁর সন্তানরা ছিলেন- গজপতি, শিন হ্লা হতুত, মিন বিন এবং মিন অঙ হ্লা।

সূত্র:

https://en.wikipedia.org/wiki/Min_Raza_of_Mrauk-U