মিহিরকুল
ইংরেজি: Toramana
ভারতশাসক হুন জাতির রাজা।
হুনদের রাজা তোরমান -এর পুত্র।

৫১৫ খ্রিষ্টাব্দে  
হুনদের রাজা তোরমান মৃত্যুবরণ করলে, তাঁর পুত্র মিহিরকুল হুন সিংহাসনে বসেন। তিনি তাঁর রাজ্যের রাজধানী ছিল শকল বা শিয়ালকোট। তিনি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত রাজত্বকে সম্প্রসারিত করতে সক্ষম হয়েছিলেন। তিনি কয়েকটি সফল সামরিক অভিযান চালিয়ে সম্পূর্ণ কাশ্মীর, গান্ধার দক্ষিণ-ভারত এবং সিংহল দখল করতে সক্ষম হয়েছিলেন। তবে ৫২৮ খ্রিষ্টাব্দে মধ্য ভারত আক্রমণ করতে গিয়ে তিনি মান্দাশোরের রাজা যশোধর্মের কাছে পরাজিত ও বন্দী হন। চীনা পরিব্রাজক হিউয়েন সাঙ-এর বিবরণ থেকে জানা যায়, তিনি মগধ-রাজ বালাদিত্যের কাছে পরাজিত ও বন্দী হয়েছিলেন। এই সময় মিহিরকুলের এক ভাই সিংহাসন দখল করেন। পরে তাঁকে মুক্তি দেওয়া হলে, তিনি কাশ্মীরে চলে যান। এর কিছুদিন পর কাশ্মীরের রাজার বিরুদ্ধে বিদ্রোহ করে ক্ষমতা দখল করেন। সম্ভবত তিনি ৫৩০ খ্রিষ্টাব্দের দিকে মৃত্যুবরণ করেন।

তিনি প্রথম দিকে বৌদ্ধ ধর্মের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। কিন্তু পরে তিনি প্রচণ্ড বৌদ্ধ ধর্ম বিদ্বেষী হয়ে পড়েন। এই সময় বৌদ্ধদের উপর তিনি অকথ্য নির্যাতন চালান।


সূত্র :
বাংলাদেশের ইতিহাস (আদিপর্ব)/রমেশচন্দ্র মজুমদার।
ভারতের ইতিহাস । অতুলচন্দ্র রায়, প্রণবকুমার চট্টোপাধ্যায়।