মঙ্গলেশ
(রাজত্বকাল ৫৯৭-৬১০খ্রিষ্টাব্দ)
বাতাপী চালুক্য রাজবংশের তৃতীয় রাজা।

বাতাপী চালুক্য রাজবংশের দ্বিতীয় রাজা কীর্তিবর্মণ প্রথম-এর জ্যেষ্ঠ পুত্র। ৫৯৭ খ্রিষ্টাব্দে কীর্তিবর্মণ প্রথম-এর মৃ্ত্যুর পর, তিনি সিংহাসন লাভ করেন।

সিংহাসন লাভ করার পর তিনিও পিতার মতো রাজ্য বিস্তারে মনোযোগ দেন। তাঁর উল্লেখযোগ্য উপাধি ছিল 'রণবিক্রান্ত' ও 'পৃথিবী-বল্লভ'। তিনি কলচুরদের পরাজিত করে মধ্য ও উত্তর মহারাষ্ট্র দখল করে নেন।

৬১০ খ্রিষ্টাব্দে তিনি তাঁর নিজ পুত্রকে সিংহাসন প্রদানের উদ্যোগ নেন। এই সময় কীর্তীবর্মণের পুত্র পুলকেশী (দ্বিতীয়) বিদ্রোহ করেন এবং পুলকেশী মঙ্গলেশ এবং তাঁর পুত্রকে পরাজিত ও হত্যা করে সিংহাসন দখল করেন।