১১-১৩ বৎসর অতিক্রান্ত বয়স
(১৪ এপ্রিল ১৯১০- ১৩ এপ্রিল ১৯২১)

কাজী নজরুল ইসলামের রচিত লেটোগানগুলো কোনো না কোনো 'লেটোপালা'র অন্তর্ভুক্ত ছিল। এর ভিতরে ৯২টি গান রয়েছে, যেগুলোর সাথে সুনির্দিষ্ট কোনো পালার নাম পাওয়া যায় না। নিচে ৯২টি লেটোগানের তালিকা তুলে ধরা হলো।

১. আমি প্রথমে বন্দনা করি তোমারি ওগো বারী তালা [তথ্য]
২. অবেলায় যমুনার কূলে, কে আবার বাজায় লো বাঁশি [তথ্য]
৩. আমায় উপায় বল লো ললিতে [তথ্য]
৪. আমরা যে ভাই বানর মারা [তথ্য]
৫. আমার গলার হার খুলে লে [তথ্য]
৬. আমার বিয়ের শখ মিটেছে, দাদার বিয়ে দিয়ে [তথ্য]
৭. আমার ভিজে গেল আঁচলখানি চোখের জলে লো [তথ্য]
৮. আমি এলাম সবার আগে, বাবাতো কই এলো না [তথ্য]
৯. আমি সেয়ানা বিটি [তথ্য]
১০. আয় পাষণ্ড যুদ্ধ দে তুই [তথ্য]
১১. আয় লো, পাড়ার বৌ ঝিরা, কাজল পরবি আয় [তথ্য]
১২. আয় লো আয়, আয় সজনী, আয় সজনী, আয় নদীর কূলে [তথ্য]
১৩. আর আমায় বাঁধিস না করে, ওগো ও মা নন্দরানী [তথ্য]
১৪. আর বাঁশি, — আর বাঁশি বাজাও না কালিয়া [তথ্য]
১৫. আল্লা আমার মাথার মুকুট, রসুল গলার হার [তথ্য]
১৬. আশা পথে চাইবে কত এ বিরাহিনী [তথ্য]
১৭. আসর বন্দি আগে নামেতে তোমার [তথ্য]
১৮. ইয়ারে দিবি গো মোরাগো তবাফ দেহবাজখান [তথ্য]
১৯. ইসলামের বাণী লয়ে, কে এলো ধরাতে [তথ্য]
২০. এত করে বুঝাইলাম, তবু বুঝলি না কেনে [তথ্য]
২১. এসে হাওড়ার হাটে [তথ্য]
২২. এসো আপে বারি, ডাকি বারে বার [তথ্য]
২৩. এসো এসো, কাছে এসো, হৃদয় রতন [তথ্য]
২৪. এসো গো মা সরস্বতী সর্বমঙ্গলা [তথ্য]
২৫. ঐ দেখ, মুলতানি এক গাই [তথ্য]
২৬. ও তোতা পাখি রে, জানের জান, পাকা পেয়ারা [তথ্য]
২৭. ও বাছাধন, পেট বাজিয়ে, ঠ্যাং নড়িয়ে, লাফাও না অকারণ [তথ্য]
২৮. ও সই, বেঁধেছে বিনুনী মোর নতুন ছাঁদে [তথ্য]
২৯. ও স্বপনপুরের রাজকুমার শোন শোন [তথ্য]
৩০. ওলো, আয় চলে আয়, সাঁঝের বেলায়, জল আনিতে যায় [তথ্য]
৩১. ওস্তাদজী, ভালোলোকের ছেলে, কি বলে গেলে [তথ্য]
৩২. ওহে ছড়াদার, ওহে দ্যাট পাল্লাদার [তথ্য]
৩৩. কথা কও না কেন বউ, আমার মনটা কেমন করছে [তথ্য]
৩৪. কবে সে মদিনার পথে, গিয়াছে সুজন [তথ্য]
৩৫. কালা, আমার নীলাম্বরী ভিজিয়ে দিলে যমুনার জলে [তথ্য]
৩৬. কি গুণে হে গুণনিধি, মজাইলে অবলা [তথ্য]
৩৭. কৃষ্ণকে, কালো ব'লো না, কৃষ্ণ আমার নয় গো কালো [তথ্য]
৩৮. কে জানে পুরুষের হিয়া হয় এত কঠিন [তথ্য]
৩৯. কেমন ওস্তাদ হে তুমি, দেখব আজ সভাস্থলে [তথ্য]
৪০. কেমনে ধৈর্য ধরি, বল লো বল সহচরী [তথ্য]
৪১. কোন ঘাটে চান করলি কানাই, গামছা কোথা হারালি [তথ্য]
৪২. ঘর জামাই-এ বিয়ে করে ঘটল কি জঞ্জাল [তথ্য]
৪৩. চন্দ্র এক, কেবল একা, আপে নৈরাকার [তথ্য]
৪৪. চারা গাছে, ফল পেকেছে, তাড়া লো বুলবুলি তাড়া [তথ্য]
৪৫. ছি ছি ভ্রমর, লাজ লাগে না, বাসিফুলে কি মধু মেলে [তথ্য]
৪৬. ছি ছি সই, সে কালা বই, চিন্তা নাই আর [তথ্য]
৪৭. থাট্টিসে ফোর নাম্বার, হাতিসে বাগান [তথ্য]
৪৮. দাও দখিনা, দাও গো বিদায়, কারবালাতে যায় [তথ্য]
৪৯. দিল্লী সে দুলাহানা লায়ারে আয় বাবুজি [তথ্য]
৫০. নামাজী, তোর নামাজ হলো রে ভুল [তথ্য]
৫১. নিষ্প্রভ এই শশী, তব বদন-শশী বেরুল না হাসি, শশীমুখে [তথ্য]
৫২. নী-আ-চুনা বেতু অ্যায় বেহেশ্‌তী রোয় মশগুলাম [তথ্য]
৫৩. নেগাবান হও রহমান আজি আমার আসরে [তথ্য]
৫৪. পড়েছ ফাঁদায় হে, এই বারে, সভার মাঝে [তথ্য]
৫৫. পার কর, পার কর আল্লা রব্বেল বারি [তথ্য]
৫৬. পাল্লা-সাথে লেটোর ল্যাঠা লাগলো [তথ্য]
৫৭. পীর, সালাম করি, তব চরণে [তথ্য]
৫৮. প্রাণে দিও না ব্যথা, ও হে রাধা বিনোদিনী [তথ্য]
৫৯. ফাগুন বেলায়, এলে তুমি, আমার অঙ্গনে [তথ্য]
৬০. ফোটা ফুল কে নিবি আয়, বোঁটা কাটা টাটকা তোলা [তথ্য]
৬১. বলবো না মোর, মনের কথা কি যে [তথ্য]
৬২. (বলি) ওষুদ উঠেছে কেমন ঝাঁটা পড়া [তথ্য]
৬৩. বাঁকা নদীর গতিক বোঝা ভার [তথ্য]
৬৪. বিড়াল বলে মাছ খাব না [তথ্য]
৬৫. বুঝলাম নাথ এতদিনে, যুবকের ছলনা হে [তথ্য]
৬৬. বেলা গেল, ও ললিতে, কৃষ্ণ এলো না [তথ্য]
৬৭. বৌ কথা কও, বৌ কথা কও [তথ্য]
৬৮. মজিয়া শিমুল ফুলে, সই লো সই, পরান গেল [তথ্য]
৬৯. মন চুরি করে আমার যাবে কোথা প্রাণধন [তথ্য]
৭০. মন বাঁধা আছে আমার এলোকেশীর গামছাতে [তথ্য]
৭১. মন ভোলাতে এসেছি, আমি বন কিশোরী [তথ্য]
৭২. মন হরি নাম ভজ্‌বে কেমনে [তথ্য]
৭৩. মরি, হায় হায় রে, কোকিল ডেকেছে [তথ্য]
৭৪. মরুর তরু তলে সখিনা ঘুমায় [তথ্য]
৭৫. মসজিদো মে, হ্যায় খোদা কে, মন্দিরো মে রাম হ্যায় [তথ্য]
৭৬. মাহেরম দাসরে মাহতাব [তথ্য]
৭৭. মেরা দিল বেতাব কিয়া তেরে আব্রুয়ে কামান [তথ্য]
৭৮. মেষ চারণে যায় রে হাসিন আমিনা দুলাল [তথ্য]
৭৯. যে পথ দিয়ে নিত্য তোমার, হয় যাওয়া আসা [তথ্য]
৮০. যেয়ো না সুন্দরী লো প্রাণ [তথ্য]
৮১. রব না কৈলাশপুরে আই য়্যাম ক্যালকাটা গোয়িং [তথ্য]
৮২. রাঙাদিদি রে, লাল টুকটুকে বৌ, আমার সনে আয় না [তথ্য]
৮৩. রাধে, তোর খাঁটি প্রেমের ভালোবাসা মাটিতে লুটায় [তথ্য]
৮৪. রামধনুকের দেশে প্রিয়া রাম ধনুকের দেশে [তথ্য]
৮৫. শিবা হয়ে পরাজিতে পশুরাজে সাধ [তথ্য]
৮৬. সই লো সই, আমি মলে পোড়াস না তোরা [তথ্য]
৮৭. সখি, একেলা যাব না যমুনা [তথ্য]
৮৮. সখি, নিকুঞ্জ সাজানো, মোর বৃথা হলো [তথ্য]
৮৯. সখি নেচে নেচে আয়, যমুনাতে যায় [তথ্য]
৯০. সখি, বল বল, কেমনে মান বজায় রয় [তথ্য]
৯১. সদা মন চাহে মদিনা যাব [তথ্য]
৯২. হে নিঠুর কালা, কতদিন জ্বালাবে বিচ্ছেদে [তথ্য]