৫৪ বৎসর অতিক্রান্ত বয়স
নজরুল ইসলামের ৫৪ বৎসর অতিক্রান্ত বয়স শুরু হয়েছিল ১১ জ্যৈষ্ঠ ১৩৬০ বঙ্গাব্দ (সোমবার ২৫শে মে ১৯৫৩ খ্রিষ্টাব্দ) থেকে। শেষ হয়েছিল ১০ জ্যৈষ্ঠ ১৩৬১ বঙ্গাব্দ (সোমবার ২৪ শে মে ১৯৫৪ খ্রিষ্টাব্দ)


২৫-৩১ মে ১৯৫৩ (১১-১৭ জ্যৈষ্ঠ ১৩৬০)
এই মাসে নজরুলের শারীরিক ও মানসিক অবস্থা অপরবর্তনীয় অবস্থায় ছিল। মে মাসের ১০ তারিখে নজরুল জাহাজযোগে লণ্ডনে উদ্দেশ্যে রওনা দিয়েছিল। ২৫-৩১ মে পর্যন্ত তিন সমুদ্র পথে জাহাজে ছিলেন।

জুন ১৯৫৩ (১৮ জ্যৈষ্ঠ-১৬ আষাঢ় ১৩৬০)
এই মাসে নজরুলের শারীরিক ও মানসিক অবস্থা অপরবর্তনীয় অবস্থায় ছিল।

৮ জুন (মঙ্গলবার ২৫ জ্যৈষ্ঠ ১৩৬০), লিভারপুল জাহাজ বন্দরে পৌঁছান। সেখান থেকে ট্রেনযোগে লণ্ডনে পৌঁছান। ওই দিনই তাঁকে  লণ্ডন ক্লিনিকে ভর্তি করা হয়।

এই মাসে নজরুলের কোনো রচনা- পত্রিকা, রেকরড বা বেতারে প্রকাশিত হয় নি।

জুলাই ১৯৫৩ (১৭ আষাঢ় - ১৫ শ্রাবণ ১৩৬০)
এই মাসে নজরুলের শারীরিক ও মানসিক অবস্থা অপরবর্তনীয় অবস্থায় ছিল। নজরুল লণ্ডন ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় কাটন।
এই মাসে নজরুলের কোনো রচনা- পত্রিকা, রেকরড বা বেতারে প্রকাশিত হয় নি।

আগষ্ট ১৯৫৩ (১৬ শ্রাবণ-১৪ ভাদ্র ১৩৬০)
এই মাসে নজরুলের শারীরিক ও মানসিক অবস্থা অপরবর্তনীয় অবস্থায় ছিল। নজরুল লণ্ডন ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় কাটন।

১২ আগষ্ট (বুধবার ২৭ শ্রাবণ) ১৩৬০, লণ্ডন ক্লিনিকের ডাক্তার নজরুল রোগ সম্পর্কে মতামত দেন। এঁরা রোগ নিরাময়ের জন্য করণীয় চিকিৎসা-পদ্ধতি নিয়ে সন্দিহান হয়ে পড়েন। পরীক্ষণে অংশ নিয়েছিলেন ডা. উইলিয়াম স্যার গ্যাল্ড, জেমস বুল, ডা. ই এ বেটন, ডা, ম্যাককিসক, ডা. ম্যাকডোনাল্ড ফ্রিশালি এবং ডা. রাসেল। চিকিৎসকদের মধ্যে ডা. রাসেল জানান যে, নজরুলে মস্তিষ্কের অধিকাংশ কোষ নষ্ট বা ক্ষতিগ্রস্থ হয়ে গেছে। ফলে অস্ত্রপ্রচারে কোনো সুফল পাওয়া যাবে না। তিনি একথাও জানান যে, যথাসময়ে চিকিৎসা শুরু হলে, হয়তো বর্তমান পরিণতি এড়ানো যেতো।

এই মাসে পত্রিকায় প্রকাশিত রচনা

এই মাসে রেকর্ডে প্রকাশিত গান

সেপ্টেম্বর ১৯৫৩ (১৫ ভাদ্র- ১৩ আশ্বিন ১৩৬০)
এই মাসে নজরুলের শারীরিক ও মানসিক অবস্থা অপরবর্তনীয় অবস্থায় ছিল। গত মাসের লণ্ডন ক্লিনিকের ডাক্তার অভিমত পাওয়ার পর, নজরুলের সঙ্গীসাথীরা সিদ্ধান্ত নেন যে, তাঁকে জার্মানী নিয়ে একবার পরীক্ষা করানো। তবে এই মাসে জার্মানীতে যাওয়া হয় নি

এই মাসে নজরুলের কোনো রচনা- পত্রিকা, রেকরড বা বেতারে প্রকাশিত হয় নি।

অক্টোবর ১৯৫৩ (১৪ আশ্বিন- ১৪ কার্তিক ১৩৬০)
এই মাসে নজরুলের শারীরিক ও মানসিক অবস্থা অপরবর্তনীয় অবস্থায় ছিল। এই মাসে নজরুল লণ্ডনেই কাটান

এই মাসে নজরুলের কোনো রচনা- পত্রিকা, রেকরড বা বেতারে প্রকাশিত হয় নি।

নভেম্বর ১৯৫৩ (১৫ কার্তিক-১৪ অগ্রহায়ণ ১৩৬০)
এই মাসে নজরুলের শারীরিক ও মানসিক অবস্থা অপরবর্তনীয় অবস্থায় ছিল। এই মাসে নজরুল লণ্ডনেই কাটান

এই মাসে একটি গানের রেকর্ড প্রকাশিত হয়েছিল।

ডিসেম্বর ১৯৫৩ (১৫ অগ্রহায়ণ-১৬ পৌষ ১৩৬০)
এই মাসে নজরুলের শারীরিক ও মানসিক অবস্থা অপরবর্তনীয় অবস্থায় ছিল।

৭ ডিসেম্বর (সোমাবার ২১ অগ্রহায়ণ ১৩৬০), নজরুলকে তাঁর সঙ্গীসাথীর তৎকালীন পূর্ব জার্মানিতে নিয়ে যান। সেখানকার বন বিশ্ববিদ্যালয়ের স্নায়ু-বিভাগের অধ্যাপকদের সাথে আলোচনা করা হয়। এঁরা কোনো সমাধান দিতে ব্যার্থ হন। এরপর তাঁকে ভিয়েনার বিখ্যাত মস্তিষ্ক ও স্নায়ুরোগ বিশেষজ্ঞদের দেখানো হয়। এঁরাও কোনো সমাধান দিতে ব্যর্থ হন।

এরপর তাঁকে মস্তিষ্ক ও স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডা. হ্যান্স হফের অধীনে নজরুলের চিকিৎসার দায়িত্ব অর্পণ করা হয়। ৯ ডিসেম্বর (বুধবার ২৩ অগ্রহায়ণ) ডা. হ্যান্স হফ নজরুলের সেরিব্রাল অ্যানজিওগ্রাফি সম্পন্ন করেন। এই পরীক্ষায় 'পিকস্ ডিজিজ' রোগে আক্রান্ত হয়েছে বলে জানানো হয়। ডা. হ্যান্স হফ জানান যে, এই রোগের কারণে নজরুলের মস্তিষ্কের সম্মুখ ও পার্শ্বভাগের কোষগুলো সঙ্কুচিত হয়ে গেছে। এই কারণে তাঁর ভিতরে শিশু সুলভ আচরণ দেখা দিয়েছে। তিনি আরও জানান যে, রোগটি এমন এক পর্যায়ে চলে গেছে যে, নজরুলের রোগমুক্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই।

১৫ ডিসেম্বর (মঙ্গলবার ২৯ অগ্রহায়ণ ১৩৬০), বিমানযোগে নজরুলে কলকাতায় আনা হয়।

এই মাসে নজরুলের কোনো রচনা- পত্রিকা, রেকরড বা বেতারে প্রকাশিত হয় নি।

জানুয়ারি ১৯৫৪ (১৭ পৌষ -১৭ মাঘ ১৩৬০)
এই মাসে নজরুলের শারীরিক ও মানসিক অবস্থা অপরবর্তনীয় অবস্থায় ছিল।
এই মাসে নজরুলের কোনো রচনা- পত্রিকা, রেকরড বা বেতারে প্রকাশিত হয় নি।

ফেব্রুয়ারি ১৯৫৪ (১৮ মাঘ-১৬ ফাল্গুন ১৩৬০)
এই মাসে নজরুলের শারীরিক ও মানসিক অবস্থা অপরবর্তনীয় অবস্থায় ছিল।
এই মাসে নজরুলের কোনো রচনা- পত্রিকা, রেকরড বা বেতারে প্রকাশিত হয় নি।

মার্চ ১৯৫৪ (১৭ ফাল্গুন- ১৭ চৈত্র ১৩৬০)
এই মাসে নজরুলের শারীরিক ও মানসিক অবস্থা অপরবর্তনীয় অবস্থায় ছিল।

এই মাসে রেকর্ডে প্রকাশিত গান

এপ্রিল ১৯৫৪ (১৮ চৈত্র ১৩৬০-১৭ বৈশাখ ১৩৬১)
এই মাসে নজরুলের শারীরিক ও মানসিক অবস্থা অপরবর্তনীয় অবস্থায় ছিল।
এই মাসে নজরুলের কোনো রচনা- পত্রিকা, রেকরড বা বেতারে প্রকাশিত হয় নি।

১- ২৪ মে ১৯৫৩ (১৮ বৈশাখ -১০ জ্যৈষ্ঠ ১৩৬০)
এই মাসে নজরুলের শারীরিক ও মানসিক অবস্থা অপরবর্তনীয় অবস্থায় ছিল।
এই মাসে নজরুলের কোনো রচনা- পত্রিকা, রেকরড বা বেতারে প্রকাশিত হয় নি।