নরী সুন্দরী
বিংশ শতাব্দীর মঞ্চ অভিনেত্রী এবং রেকর্ডের প্রথম দিককার গায়িকা।

১৮৯৪ থেকে ১৯২৬ খ্রিষ্টাব্দের কলকাতার বিভিন্ন রঙ্গমঞ্চে অভিনয় করেছেন। তিনি মূলত কোমলা এবং সরলা নারী চরিত্রে অভিনয় করে খ্যাতি লাভ করেছিলেন। তাঁর উল্লেখযোগ্য অভিনীত নাটকগুলো ছিল দলনী (১৮৯৬ খ্রিষ্টাব্দ), বিজয়া (১৯০৩ খ্রিষ্টাব্দ), মেহের (১৯০৫ খ্রিষ্টাব্দ), ছায়া (১৯১১ খ্রিষ্টাব্দ), ধরিত্রী (১৯২৬ খ্রিষ্টাব্দ)।

তিনি অত্যন্ত সুকণ্ঠী গায়িকা ছিলেন। এই সূত্রে ১৯০৬ খ্রিষ্টাব্দে সঙ্গীতের রয়্যাল রেকর্ড কোম্পানি থেকে তাঁর গানের রেকর্ড প্রকাশিত হয়েছিল।


সূত্র: