প্রভাকররাজবর্ধন
(রাজত্বকাল ৫৮০-৬০২ খ্রিষ্টাব্দ)
উত্তর ভারতের পুষ্যভূতি রাজবংশের রাজা।

ধারণা করা হয়- ৫১০ খ্রিষ্টাব্দের দিকে গুপ্ত রাজবংশের পতন এবং হুন আক্রমণের ফলে উত্তর ভারতে রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি হয়। এই অরাজকতার মধ্যে থানেশ্বরে পুষ্যভূতি রাজবংশের উত্থান ঘটেছিল। ৫৮০ খ্রিষ্টাব্দে এই রাজবংশের অন্যতম রাজা প্রভাকরবর্ধন প্রথম সার্বভৌম রাজ্য স্থাপনে সক্ষম হন। তিনি 'মহারাজাধিরাজ' উপাধি গ্রহণ করেছিলেন।

প্রভাকররাজবর্ধন তাঁর সৈন্যদল শক্তিশালী করে সাম্রাজ্য বিস্তারে মনোনিবেশ করেন। এই সময় উত্তর ভারতের হুন, গুর্জর ও মালব রাজ্যের রাজাদেরকে পরাজিত করে রাজ্যসীমা বৃদ্ধি করেন। এই সময় তিনি মালব ও গুজরাট দখল করার পর, পার্শ্ববর্তী কিছু ছোট ছোট রাজ্য দখল করেন। তিনি মৌখরী-রাজ গ্রহ বর্মণের সাথে নিজ কন্যাকে রাজ্যশ্রীর বিবাহ দেন। ৬০৫ খ্রিষ্টাব্দের হুনদের সাথে যুদ্ধে লিপ্ত হন এবং যুদ্ধে থাকাকলীন সময়ে মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর পর, সিংহাসন লাভ করেন তাঁর জ্যেষ্ঠ পুত্র রাজ্যবর্ধন।