পুরুকুমার গুপ্ত
ভারতবর্ষের গুপ্তরাজবংশের দশম রাজা।

৪৬৭ খ্রিষ্টাব্দে স্কন্ধগুপ্ত -এর মৃত্যুর পর তাঁর পুত্র পুরগুপ্ত রাজা হন। তিনি ঠিক কতদিন রাজত্ব করেন তা জানা যায় না।

এরপর রাজা হন কুমারগুপ্ত (দ্বিতীয়)। এই রাজা সম্পর্কেও তেমন কিছু জানা যায় না। এরপর রাজত্ব লাভ করেন বুধগুপ্ত। আনুমানিক ৫০০ খ্রিষ্টাব্দের দিকে বুধগুপ্ত মৃত্যুবরণ করেন। বুধগুপ্তের আমলে গুপ্তরাজ্য বিশাল ছিল বলে জানা যায়।  এই রাজাদের দুর্বলতার সুযোগে গাঙ্গেয় উপত্যাকায় মৌখরীদের রাজাদের উত্থান ঘটে। হর্ষবর্ধনের পর, আদিত্য সেন নামক একজন গুপ্তরাজা গুপ্তসাম্রাজ্যের পতন কিছুটা স্তিমিত করলেও, পরবর্তী সময়ে গুপ্ত বংশের রাজত্ব চিরকালের জন্য বিলুপ্ত হয়ে যায়।

সূত্র :
বাংলাদেশের ইতিহাস (আদিপর্ব)/রমেশচন্দ্র মজুমদার।
ভারতের ইতিহাস । অতুলচন্দ্র রায়, প্রণবকুমার চট্টোপাধ্যায়।