![]() |
|
উরের রাজকীয় সমাধিক্ষেত্রে পাওয়া চিত্র [সমাধি PG 779] |
বর্তমানে এখন ব্রিটিশ মিউজিয়ামের সংগ্রহে রয়েছে।
ধারণা করা হয়, এই বাক্সটি তৈরি জরা হয়েছিল ২৬০০ খ্রিষ্টপূর্বাব্দে।
এর আয়তন ২১.৫৯ সেন্টিমিটার ৮.৫০ ইঞ্চি চওড়া, ৪৯.৫৩ সেন্টিমিটার (১৯.৫০ ইঞ্চি) লম্বা।
এর নিচের অংশটি অপেক্ষাকৃত চওড়া বেশি। ফলে বাক্সটি অনেকটা ত্রিকোণাকারের মমতো দেখায়।