ও আমার এই বাংলা ভাষা
এ আমার দুখ ভুলানো বুক জুড়ানো লক্ষ প্রাণের লক্ষ আশা ॥এই ভাষাতেই স্বপ্ন দেখি, এই ভাষাতেই লিখন লেখিরে,
আমি এই ভাষাতেই মাকে ডাকি, জানাই প্রাণের ভালোবাসা ॥এই ভাষাতেই দোয়েল, কোয়েল সবুজ বনের পাখি
হাজার কথার কাকলিতে নিত্য ওঠে ডাকি।এই ভাষাতেই মায়ের মুখে রূপকথা গান শুনি সুখেরে
আহা! এই ভাষাতেই শিল্পী, কবি সবার কীদা, সবার হাসা ॥