প্রতিরোধ প্রতিবাদ সংগ্রাম শ্রমিকের বাঁচবার এক নাম। জুলুমের প্রতিবাদ করবো প্রতিদিন প্রাণপণ লড়বো চাই তেজ প্রদীপ্ত উদ্দাম। দুনিয়ার শ্রমিকের বাঁচবার একতাই মুক্তির হাতিয়ার বহুবার দিয়েছি তো রক্ত পিছল করেছি মাটি এইবার ফিরে চাই তার দাম ॥