বিষয়: আব্দুল লতিফের গান
গান সংখ্যা: ১৭

রফিক শফিক বরকত নামে
বাংলা মায়ের দুরন্ত কটি ছেলে
স্বদেশের মাটি রঙিন করেছে
আপন বুকের তপ্ত রক্ত ঢেলে ॥

ওরা কয়জনা আলোকের পথযাত্রী
পার হয়ে গেছে আঁধারের কাল রাত্রি
বাংলার মুখ উজ্জ্বল করেছে
অভয় বুকের পাঁজরে আগুন জ্বেলে ॥

ওরা শোনে নাই পিছনের মায়াক্রন্দন,
ওরা মানে নাই বেয়নেট বুলেট বন্ধন,
জুলুমের কারা ওরাই ভেঙেছে
অশেষ ঘৃণায় নির্ভয়ে অবহেলে ॥


তথ্যসূত্র