বিষয়: অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের গান
গান সংখ্যা: ২

আরও দূরে যেতে হবে
বঞ্চনা বন্দি তুমি যে এ বন্দরে
পাল তোলো আগে চলো
শত স্বপ্নে রাঙানো সে দেশ পেতে হবে দূরে যেতে হবে ?

এসো দারুণ প্লাবণ তুলি
প্রভেদ বিভেদ ভুলি বন্ধ দুয়ার যত
শিকল হাতুড়ি মেরে খুলি
যত যুগের জমানো দেনা এবারে তা শুধরে নিতে হবে ॥

জানি সে দেশ এখানে আছে
সবার স্বপ্ন মাঝে, আগামী দিনের কাছে
মুক্তি শোষণে থেকে যাচে, দিয়ে আপন যা কিছু আছে
সে দেশ গড়ে যে নিতে হবে ॥