বিষয়: অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের গান
গান সংখ্যা: ৩

এ জীবন সূর্যের স্বপ্ন এ জীবন মুক্তির ইঙ্গিত
এ জীবন আনন্দ যাত্রা এ জীবন সংগ্রাম সংগীত ॥

এ জীবন সাধনার হাতিয়ার প্রগতির স্বপ্নের শুভ সম্ভার
চোখ ধাঁধাঁ পথটায় আত্মার আলো জ্বেলে
এ জীবন ফেরাবে যে সম্বিত
এ জীবন আনন্দ যাত্রা এ জীবন সংগ্রাম সংগীত ॥

ফুল ফোটানোর চেষ্টায় সপে দিই এ জীবন প্রাণ
দুঃখ কে হারিয়ে দিতে আনন্দ করি আহ্বান ।

এ জীবন চেতনার দীপ্তি বৃত্তির বিকারের চির মুক্তি
হাসি আর কান্না কেউ অনাহুত নয়
কেউ নয় জীবনের হারজিৎ
এ জীবন আনন্দ যাত্রা এ জীবন সংগ্রাম সংগীত ॥