অনেক পথ অনেক মত অনেক ষড়যন্ত্র অনেক মিথ্যা মন্ত্র অসহায় গণতন্ত্র
তবু কলকারখানা মাঠে ময়দানে মৃদ্ঙ্গ বাজে সাম্যের জয়গানে॥
বন্ধু তোমরা এখনো যারা পথ চিনে নিতে পারনি
কোনটা যে মুখ কোনটা মুখোশে চিনবার ধার ধারনি
আর দেরি কোরো না
সময় এসেছে চেতনার চোখে দেখে নাও
মানুষ মারার কলটাকে আজ বসানো হয়েছে কোনখানে।
শোনো কলকারখানা মাঠে ময়দানে মৃদঙ্গ বাজে সাম্যের জয়গানে ॥
আজও মীরজাফরের নিঃশ্বাস বয় এদেশের নিঃশ্বাসে
রায়দূর্লভ জগৎশেঠের বেইমানি বিশ্বাসে
বন্ধু তাই তো শামিল হয়েছি জনে জনে ময়দানে
সারা পৃথিবীর সব হারাদের মুক্তির সন্ধানে
আজ আর দেরি কোরো না
সময় এসেছে সময় এসেছে বেঈমানদের বলে দাও
পাল্টা জবাব প্রস্তত আজ এখানে ওখানে সবখানে
শোনো কলকারখানা মাঠে ময়দানে মৃদঙ্গ বাজে সাম্যের জয়গানে॥