শিরোনাম: ফুলেরি দিন হল যে অবসান
বিষয়: অজয় ভট্টাচার্য-এর গান
গান সংখ্যা: গান-১৪
শিল্পী: ভীষ্মদেব চট্টোপাধ্যায়
সুরকার: ভীষ্মদেব চট্টোপাধ্যায়
রেকর্ড প্রকাশ: ১৯৩৬
ফুলেরি দিন হল যে অবসান,
আলোর বাঁশি গাহে বিদায় গান ॥
পাখিরা ফিরে এলো কুলায় শেষের খেয়া ফিরিল হায়,
বেদনা বহে নদীর কলতান ॥
সাঁঝের ব্যথা ঘনালো মম প্রাণে,
জ্বলিছে দীপ চাহিয়া কার পানে ?
ঘনায় আসে বিজন রাত, জীবনে এসো জীবন-নাথ,
তুলিয়া লহ আমারি শেষ দান ॥