শিরোনাম: প্রেম নহে মোর মৃদু ফুলহার, দিল সে দহন জ্বালা
বিষয়: অজয় ভট্টাচার্য-এর গান
গান সংখ্যা: গান-১৬
শিল্পী: কে এল. সায়গল
সুরকার: রাইচাঁদ বড়াল
রেকর্ড প্রকাশ: ১৯৩৭
 
প্রেম নহে মোর মৃদু ফুলহার, দিল সে দহন জ্বালা
সে প্রেম লাগিয়া তবু নিরজনে গাঁথি যে অশ্রুমালা ||
হৃদয় আমার যেন সে কমল তব পরশনে মেলিয়াছে দল,
সে যে সহে নাকো ধরণীর আলো বেদনা-গরল-ঢাকা ||
সব চাওয়া মোর যদি হ’ল ভুল, প্রিয়, সে ভুল আমার ভালো
ব্যথা ধূপ জ্বেলে হবে সুর সুরভিত, নিভানো প্রদীপে আলো |
প্রেমের দেউলে দুখের পূজারী
রুধিরে আঁকিনু আল্পনা তারি,
বাহিরে যদি গো তোমারে হারাই, অন্তরে তুমি আলা॥