শিরোনাম: এ গান তোমার শেষ করে দাও নূতন সুরে বাঁধো বীণাখানি<
বিষয়: অজয় ভট্টাচার্য-এর গান
গান সংখ্যা: গান-১৮
শিল্পী: কে. এল. সায়গল
সুরকার: রাইচাঁদ বড়াল
রেকর্ড প্রকাশ: ১৯৩৮

এ গান তোমার শেষ করে দাও নূতন সুরে বাঁধো বীণাখানি
আঁধার পথে যাত্রা এবার, শেষ হয়েছে দিনের জানাজানি ॥
কান্নাহাসির দিনগুলি সব একে একে হল নীরব,
চির রাতের অজানা সুর বাজাও তবে কঠিন আঘাত হানি ॥
ডুবল যদি একটি রবি জ্বলল দিনের চিতা
নিভল যদি একটি বাতি, জ্বালাও দীপান্বিতা

বাঁধলে যারে যায় না বাঁধা তার লাগি আজ মিছেই কাঁদা
পরাজয়ের দুঃখ কিরে, তার মাঝে রয় জয়ের আশার বাণী॥