শিরোনাম: যদি মনে পড়ে সেদিনের কথা
বিষয়: অজয় ভট্টাচার্য-এর গান
গান সংখ্যা: গান-২৬
শিল্পী: ভীষ্মদেব চট্টোপাধ্যায়
সুরকার: ভীষ্মদেব চট্টোপাধ্যায়
রেকর্ড প্রকাশ: ১৯৩৭
যদি মনে পড়ে সেদিনের কথা
আমারে ভুলিও প্রিয়,
নয়ন সলিলে স্মৃতির কাজল
মুছিয়া নিও গো প্রিয়।
মোর দেওয়া মালা হেরি
যদি ব্যথা আসে ঘেরি
রাতুল চরণে সে মালা দলিও
কিছু না কহিব প্রিয়

পরাণ মুকুর ‘পরে
মোর ছায়া যদি পড়ে
আর কোন ছবি হৃদয়ে আঁকিয়া
তারি ধ্যানে থেকোগো প্রিয়॥