শিরোনাম: দুঃখে যাদের জীবন গড়া
বিষয়: অজয় ভট্টাচার্য-এর গান
গান সংখ্যা: গান-২৮
শিল্পী: পঙ্কজকুমার মল্লিক
সুরকার: তিমিরবরণ
রেকর্ড প্রকাশ: ১৯৩৯

দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কি রে ?
হাসবি তোরা, বাঁচবি তোরা, মরণ যদি আসেই ঘিরে |
অন্ধকারের শিশু তোরা আলোর তৃষায় মিছে ঘোরা,
আপন হৃদয় জ্বালিয়ে দিয়ে জ্বালবি সবার প্রদীপটিরে ||
তোদের প্রাণে বন্দী হয়ে কাঁদে ভুখা ভগবান |
মুখে তবু খেলার বাঁশি যখন বুকে রয় পাষাণ |
হেলায় হেসে নিলি মরণ তাইতো মরণ পেল লাজ |
ধূলির সাথে মিশে তোরা সোনার মত হলি আজ ||
এবার যে রে প্রভাত আসে, রাতের আঁধার গেল টুটে,
ভোরের আলোর তিলক প’রে বাহির পানে আয়রে ছুটে |
দুঃখ তোদের জয়ের মালা দুঃখ হল মুকুট শিরে |
বাঁধন হল হাতের রাখী মুক্তি এল নয়ন-নীরে॥