শিরোনাম: আমি ছিনু একা বাসর জাগায়ে
বিষয়: অজয় ভট্টাচার্য-এর গান
গান সংখ্যা: গান-৩৩
শিল্পী: শচীন দেববর্মন
সুরকার: শচীন দেববর্মন
রেকর্ড প্রকাশ: ১৯৩৮।
আমি ছিনু একা বাসর জাগায়ে
হৃদয়ের ব্যথা ছিল মিশে বায়ে,
প্রদীপে শুধানু কিছু জান কিগো,
শুধু সে কহিল সে যে মায়ামৃগ,
কিছু তার আলো কিছু ঢাকা ছায়ে।
কহিনু কাঁদিয়া যে গান পাঠানু
শুনিল না সে কি,
দ্বার খুলে দেখি সে গান আমার
ফিরে এল একি !
কেতকী কহিল তারে কোথা পাই,
ফুটেছিনু পথে আজি ঝরে যাই,
দিয়ে যাই কাঁটা দিও তার পায়ে॥