শিরোনাম: তুমি তো বঁধু জানো
বিষয়: অজয় ভট্টাচার্য-এর গান
গান সংখ্যা: গান-৩৪
শিল্পী: শচীন দেববর্মন
সুরকার: শচীন দেববর্মন
রেকর্ড প্রকাশ: ১৯৩৩
তুমি তো বঁধু জানো
কাঁদিছে কেন আঁখি ;
নিভায়ে আশা আলো
আঁধারে একা থাকি।
মরুতে বাসা বাঁধি
কি হবে মেঘে সাধি
ছেড়েছি যারে পেয়ে
কেমনে তারে ডাকি ?
ছিঁড়েছি যত মালা
জ্বলে যে তারই জ্বালা
জ্বালে সে বুকে চিতা
কি দিয়া বল ঢাকি ?॥