শিরোনাম: শেষের গানটি ছিল তোমার লাগি
বিষয়: অজয় ভট্টাচার্য-এর গান
গান সংখ্যা: গান-৬
শিল্পী: ভীষ্মদেব চট্টোপাধ্যায়
সুরকার: ভীষ্মদেব চট্টোপাধ্যায়
রেকর্ড প্রকাশ: ১৯৩৬

শেষের গানটি ছিল তোমার লাগি,
শুনিয়ে যাব সারা রাতি জাগি

আজকে আমার গানের ‘পরে
ফুলের সুবাস পড়বে ঝরে,
সেও কি হায় তোমার অনুরাগী ?
শুক্লারাতির আকাশ পারে
ফুটবে তারাগুলি,
আমার কথা চাঁদের কাছে
বলবে দুলি দুলি

একতারাতে শেষ করে গান
চাইব না গো আর কোন দান,
আপন মনে মন বিবাগী॥