শিরোনাম: প্রেমের পূজায় এই তো লভিলি ফল
বিষয়: অজয় ভট্টাচার্য-এর গান
গান সংখ্যা: গান-৯
শিল্পী: কে এল. সায়গল
সুরকার: রাইচাঁদ বড়াল
রেকর্ড প্রকাশ: ১৯৩৭
প্রেমের পূজায় এই তো লভিলি ফল
উষর মরুতে কেন দিলি আঁখিজল ?
আসে আঁধিয়ার,
নাহি পথ আর,
এ যে কাঁটা শুধু কোথা আছে ফুলদল ?
কে তুমি কহিছো সবারে বাসিতে ভালো ?
জ্বলায়ে হৃদয় জ্বালিতে প্রেমের আলো ?
অলখে রহিয়া কে যাও কহিয়া,
সুন্দর প্রেম সে যে চারুহেম
দুখের নিকষে রহে সে চির-উজল॥