কথা: কৃষ্ণপাদানাম্ (কাহ্নপাদানাম)
গান: ৫
বিষয়: চর্যাগীতি-১২

             রাগ-ভৈরবী
   
করুণা পীঢ়িহি
খেলহুঁ নঅবলা
     সদ্‌গুরু বোহেঁ জিতেল ভববল ধ্রু
     ফীটিউ দুআ আদেসি রে ঠাকুর
     উআরি উএসেঁ কাহ্ণ ণিঅড় জিনউর ধ্রু
     পহিলেঁ তোলিআ বড়িআ
     গঅবরেঁ তোলিআ পাঞ্চজনা ঘোলিউ ধ্রু
     মতিএঁ১০ ঠাকুরক পরিনিবিত্তা
     অবস১১ করিআ ভববল জিত্তা১২ ধ্রু
     ভণই কাহ্ণ আম্‌হে১৩ ভলি দাহ১৪ দেহুঁ
     চউসট্‌ঠী১৫ কোঠা গুণিআ লেহুঁ ধ্রু
 

১. পিহাড়ি। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
   
পিড়ি।  চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
২. ফিঁটউ। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
              চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
৩. মদেসিরে। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
              চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
৪. তআরি। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
. উএস। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
              চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
৬. কাহ্নু। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
              চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
৭. তোড়িআ। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
              চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
৮.
মরাড়িইউ। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
              চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
    মারিউ।
Materlals for a Critical Edition of the Old Bengali Caryapadasপ্রবোধ চন্দ্র বাগচী
. ঘালিউ। চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
১০. মান্তিএ। মূল গ্রন্থ
১১.
অবশ। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
              চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
১২.
জিতা। চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
১৩.
আহ্মে। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
              চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
১৪.
দায়। চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
১৫.
চৌবঠ্‌ঠি। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
              চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন


সূত্র :