কথা: কৃষ্ণপাদানাম্ (কাহ্নপাদানাম)
গান: ৭
বিষয়: চর্যাগীতি-১৮

        রাগ-গউড়া
 
তীণি
ভূঅণ মই বাহিঅ হেলেঁ
   
হউঁ সূতেলী মহাসুহ লীলেঁ ধ্রু
   
কইসণি হালো ডোম্বী তোহোরী ভাভরিআলী
   
অন্তে কুলিণজন মাঝেঁ কাবালী ধ্রু
   
তইঁ লো ডোম্বী সঅল বিটালিউ
   
কাজ ণ করণ সসহর টালিউ ধ্রু
   
কেহো কেহো তোহোরে বিরুআ বোলাই
   
বিদুজণ লোঅ তোরেঁ কন্ঠ ন মেলই ধ্রু
   
কাহ্নে গাই তু কাম চন্ডালী
   
১০ডোম্বি তো আগলি১০ নাহি ছিণালী১১ ধ্রু
 

১. তিনি। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
. হাঁউ। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
৩. সুতেলি। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
                চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
৪. লীড়ে। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
              চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
৫. তঁই। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
              চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
. বিটলিউ। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
৭. কেহে। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
. মেলঈ। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
৯. গাইতু। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
    গাইউ। চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
১০-১০. ডোম্বি তআগলি।  বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
    
Materlals for a Critical Edition of the Old Bengali Caryapadasপ্রবোধ চন্দ্র বাগচী।
       ডোম্বিত আগলি।
চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
১১. চ্ছিণালী। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
              চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন


সূত্র :