কথা: কৃষ্ণপাদানাম্ (কাহ্নপাদানাম)
গান: ৮
বিষয়: চর্যাগীতি-১৯

       রাগ-ভৈরবী
 
ভব নিব্বাণে পড়হ মাদলা
   
মণ পবণ বেণি করন্ড কশালা ধ্রু
   
জঅ জঅ দুন্দুহি সাদ উছলিআঁ
   
কাহ্ন ডোম্বী বিবাহে চলিআ ধ্রু
   
ডোম্বী বিবাহিআ আহরিউ জাম
   জউতুকে কিঅ অণুত্তর
ধাম ধ্রু
   অহণিসি সুরঅ পসঙ্গে জাই

   জোইণি জালে রঅণি পোহাই
ধ্রু
   
ডোম্বী-এর সঙ্গে জো জোই রত্ত১০
   খণহ ন ছাড়ই সহজ-উন্মত্ত
১১ ধ্রু
 

১. নির্ব্বাণে। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
২. উছলিলা।
Materlals for a Critical Edition of the Old Bengali Caryapadasপ্রবোধ চন্দ্র বাগচী।
. চলিলা। Materlals for a Critical Edition of the Old Bengali Caryapadasপ্রবোধ চন্দ্র বাগচী।
. অহারিউ। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
    গাইউ। চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
৫. আণুতু। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
    গাইউ। চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
৬. অহিণিসি। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
. জাঅ। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
             চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
৮. রএণি। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
             চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
৯. পোহাঅ। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
             চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
১০. রত্তো। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
             চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
১১. উন্মত্তো। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
             চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন


সূত্র :