কথা: কুক্কুরীপাদানাম
গান: ২
বিষয়: চর্যাগীতি-২০

      রাগ- পটমঞ্জরী
 
হউঁ
নিরাসী খমণ ভতারী
  মোহোর বিগোআ কহণ ন জাই
ধ্রু
 
ফিটিলিউ গো মাই অন্তউড়ি চাহি
  
জা এথু চাহম সো এথু নাহি ধ্রু
  
পহিলে বিআণ মোর বাসন-পুড়া
  
নাড়ি বিআরন্তে সেঅ বাপূড়া ধ্রু
  
জা ণ১০ জৌবণ মোর ভইলেসি১১ পূরা
  
মাঅ নিখলি১২ বাপ সংঘারা ধ্রু
  
ভণথি কুক্কুরীপাএ১৩ ভব থিরা
  
জো এথু বুঝাই১৪ সো এথু বীরা ধ্রু
 

১. হাঁউ। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
. খমণভতারে। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
    খমণ সাঈ। চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
৩. ফেটলিউ। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
    ফিটেল।
Materlals for a Critical Edition of the Old Bengali Caryapadasপ্রবোধ চন্দ্র বাগচী।
    ফিটলেসু।
চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
৪.
মাত্র। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
৫.
বাহাম। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
   
চাহমি। চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
৬.
পহিল। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
৭. বাসনপূড়। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
    বাসনয়ুড়া। চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
৮.
সেব। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
৯. বায়ুড়া। চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
              মূল পূথি
১০.
জাণ। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
১১. ভইলে সি।
Materlals for a Critical Edition of the Old Bengali Caryapadasপ্রবোধ চন্দ্র বাগচী।
১২. মূল নখলি। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
১৩. কুক্কুরীপা এ। চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
১৪.
বুঝএঁ। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
                চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন


সূত্র :