কথা: সরহপাদানাম
গান: ১
বিষয়: চর্যাগীতি-২২

       রাগ-গুঞ্জরী
   
আপণে রচি রচি ভব নির্ব্বাণা
     মিছে লোঅ বন্ধাবই আপণা ধ্রু
     আমহে ন জানহুঁ
অচিন্ত জাই
    
জাম মরণ ভব কইসণ হোই ধ্রু
    
জইসো জাম মরণ বি তইসো
     জীবন্তে মইলে
ণাহি বিশেসো ধ্রু
     জা এথু জাম মরণেরি
সঙ্কা
    
সো করউ রস রসানেরে কংখা১০ ধ্রু
    
জে সচরাচর তিঅস ভমন্তি
    
তে অজরামর কিমপি ন হোন্তি
    
জামে কাম কি কামে জাম
    
সরহ ভণন্তি১১ অচিন্ত সো ধাম ধ্রু

১. অপণে। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
২. নির্বাণা। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
               চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন।
৩.
বন্ধাবএ। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
৪.
অপণা। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
. অম্ভে। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
৬.
জানহূ। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
. মঅলেঁ। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
               চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন।
৮.
মরণে। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
     মরণে বি। চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন।
৯. বিসঙ্কা। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
১০. কথা। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
১১. ভণতি। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী


সূত্র :