কথা: ভুসূকুপাদানাম
গান: ৩
বিষয়: চর্যাগীতি-২৩

     রাগ-বরাড়ী
 
জই তুম্‌হে
ভুসূকু অহেরি জাইবেঁ মারিহসি পাঞ্চজণা
 
নলিণীবন পইসন্তে হোহিসি একুমণা ধ্রু
 
জীবন্তে ভইলা বিহাণি মইল রঅণি১০
 
বিণু১২ মাঁসে১১ ভুসূকু পা ঘরণ১২ পইসহিণি১৩ ধ্রু
 
মাআজাল পসরিউ রে১৪ বাধেলি মাআ হরিণী
 
সদ্‌গুরু বোহেঁ বুঝিরে কাসু কহানী১৫ ধ্রু

            শেষার্ধ
নেপালী পুথিতে এর শেষাংশ পাওয়া যায় নাই
তিব্বতী অনুবাদ ও বৃত্তি অবলম্বনে ডঃ সুকুমার সেন তাঁর চর্যাগীতিপদাবলীতে যে কল্পিত পাঠ স্থির করেছেন, তা হলো-

   কাএ অপণা ন তুটই মালা বি অহারেই
  জাল অকাল বেণি বি লেই

 
জাল ন সিকল রে হরিণা এক বি বাসই
  চঞ্চল চঞ্চল চলি রে দূণ মাঝেঁ সমাই

১. তুহ্মে। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
             চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন।
২. শহীদুল্লার পাঠে ভুসুকু শব্দটি পরিত্যক্ত হয়েছে।
. অহেই। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
৪.
জাইবBuddist Mystic Song (Revised and Enlarged Edition : 1966)। মুহম্মদ শহীদুল্লাহ
. পঞ্চজণা। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
৬.
নলণীবন। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
                  চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন।
. ভেলা। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
৮.
বিহণি। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
৯.
মএল। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
১০. ণঅণি। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
      ণঅলি।
Materlals for a Critical Edition of the Old Bengali Caryapadasপ্রবোধ চন্দ্র বাগচী।
               
চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন।
১১.
হণবিণু। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
             চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন।
১২-১২. পদ্মাবণ।  বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
১৩. পইসহিলি।
Materlals for a Critical Edition of the Old Bengali Caryapadasপ্রবোধ চন্দ্র বাগচী।
১৪. পসরি উরে
। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী।
১৫.
কদিনি। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী।


সূত্র :