কথা: শান্তিপাদানম
গান: ২
বিষয়: চর্যাগীতি-২৬

          রাগ-শবরী (শীবরী)
      
তূলা ধুণি ধুণি আঁসুরে আঁসূ
        
আঁসু ধুণি ধূণি নিরবব সেসু ধ্রু
        
তউ সে হেরুঅ ণ পাবিঅই
        
সান্তি ভণই কিণ সো ভাবিঅই ধ্রু
        
তূলা ধুণি ধূণি সূনে আহারিউ
        
পুন লইআঁ আপণা চটারিউ ধ্রু
        
বহণ বাট১০ দুইআর১১ নদীসই১২
        
সান্তি১৩ ভণই বালাগ ন পইসই১৪ ধ্রু
        
কাজ ন কারণ জো এহু১৫ জুঅতি১৬
        
সএঁ১৭ সঁবেঅণ১৮ বোলথি সান্তি ধ্রু 
 

১. তুলা। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
             চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন।
. ণিরবর। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
             চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন।
৩.
ষে। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
৪.
। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
             চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন।
৫.
সুনে। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
৬.
অহারিউ। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
             চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন।
৭.
শুন। চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন।
৮.
অপণা। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
             চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন।
৯.
বহল। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
             চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন।
১০.
বট। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
      বঢ়। 
Materlals for a Critical Edition of the Old Bengali Caryapadasপ্রবোধ চন্দ্র বাগচী।
১১.
মার। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
১২. দিশঅ। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
             চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন।
১৩. শান্তি। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
             চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন।
১৪. পইসঅ। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
             চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন।
১৫. জএহু। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
১৬. জঅতি। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
      জগতি। চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন।
১৭. সঁএঁ। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
১৮. সন্বেষণ। চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন।


সূত্র :