কথা: ভুসূকুপাদানাম
গান: ৪
বিষয়: চর্যাগীতি-২৭

        রাগ-কামোদ
    আধরাতি
ভয় কমল বিকসিউ
    বতিস জোইণি তসু অঙ্গ উল্লসিউ ॥ধ্রু॥
    চালিঅ সসহর মাগে অবধুই ।
    রঅণহু সহজে কহেই ॥ধ্রু॥
    চালিঅ সসহর গউনীবাণোঁ
    কমলিনী কমল বহই পণালেঁ ॥ধ্রু॥
    বিরমানন্দ বিলক্‌খণ
১০ সূধ১১
    জো এথু বুঝই সো এথু বুধ
১২ ॥ধ্রু॥
    ভুসুকু ভণই মইবু ঝিঅ
১৩ মেলেঁ ।
    সহজানন্দ মহাসু্হ লীলে
১৪ ॥ধ্রু॥

১. অধরাতি। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
২.
বিকসউ। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
৩.
উহ্নসিউ। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
     উহলসিউ। চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন।
৪. চালিউঅ। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
    চালিউ। চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন।
৫. ষষহর। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
৬. ষহজে। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
৭. কহেই [সোই]। চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন।
৮. ণিবাণে। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
. কমলিনি। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
১০. বিলক্ষণ। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
১১. সুসুধ। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
১২. বুধ। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
১৩. বুঝিঅ। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
১৪. লোলেঁ। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
                চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন।


সূত্র :