কথা: শবরপাদানাম
গান: ১
বিষয়: চর্যাগীতি-২

        রাগ-বরাড়ি (বলাড্ডি)
  উষ্ণা উষ্ণা পাবত তহিঁ বসই সবরী বালী ।
  মোরাঙ্গ পীচ্ছ পরিহাণ সবরী গীবত গুঞ্জরী মালী ॥ধ্রু॥
  উমত সবরো পাগল সবরো মা কর গুলী গুহারী
  তোহেরী ণিঅ ঘরিণী ণামে সহজ সুন্দরী ॥ধ্রু॥
  ণাণা তরুবর মৌলিল রে লাগেলী ডালী ।
  একেলী সবরী এ বণ হিন্ডই কর্ণ কুন্ডল বজ্রধারী ॥ধ্রু॥
  তিঅ ধাউ খাট পড়িলা সবরো মহাসুহে সেজি ছাইলী ।
  সবরো ভুঅঙ্গ
১০ ণইরামণি দারী পেম্ম১১ রাতি পোহাইলী ॥ধ্রু॥
  হিঅ তাঁবোলা মহাসুহে কাপুর খাই।
  সুণ
১২ নৈরামণি১৩ কন্ঠে লইআ মহাসুহে রাতি পোহাই ॥ধ্রু॥
  গুরুবাক্ ধনুআ
১৪ বিন্ধ ণিঅ মনে বাণেঁ ।
  একে সর
১৫ সন্ধানে বিন্ধহ১৬ পরম ণিবাণেঁ ॥ধ্রু॥
  উমত সবরো গরুআ রোসেঁ
১৭
  গিরিবর সিহর সন্ধি পইসন্তে সবরো লোড়িব কইসে ॥ধ্রু॥
 

১. উঁচা উঁচা পাবত তঁহিঁ। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
      চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন।
২. মোরঙ্গি। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
                চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন।
৩. পরহিণ। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
                চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন।
৪. গিবত। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
৫. শবরো। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
৬. গুহাডা। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
৭. তোহৌরি। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
                চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন।
৮. সুন্দারী। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
৯. মহাসুখে। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
১০. ভুজঙ্গ। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
১১. পেহ্ম। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
১২. সুন। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
                চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন।
১৩. নিরামণি। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
                চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন।
১৪. পুঞ্চআ। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
                চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন।
      পুচ্ছিআ।
Materlals for a Critical Edition of the Old Bengali Caryapadasপ্রবোধ চন্দ্র বাগচী।
১৫. শর। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
১৬. বিন্দহ। শহীদুল্লাহ একবার গ্রহণ করেছিলেন।
১৭. রোষে। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
                চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন।


সূত্র :