কথা: দারিকপা
গান: ১
বিষয়: চর্যাগীতি-৩৪

        রাগ-বরাড়ী
   সূনকরুণরে অভিন চারেঁ কাঅবাক্ চিএ
   বিলসই দারিক গঅণত পারিমকূলে ॥ধ্রু॥
   অলখ লখচিত্তা মহাসুহে
   বিলসই দারিক গঅণত পারিমকূলে ॥ধ্রু॥
   কিংতোমন্তে কিংতো তন্তে কিংতো রে ঝাণবখানে ।
   অপইঠান মহাসুহলীলে দুলখ পরম নিবাণেঁ ॥ধ্রু॥
   দুংখেঁ সুখেঁ একু করিআ ভুঞ্জহ ইন্দিজালী১০
   স্বপরাপর ন চেবই দারিক সঅল অনুত্তর১১ মাণী ॥ধ্রু॥
   রাআ রাআ রাআ রে অরর রাঅ মোহেঁ রে১২ বাধা ।
   ১৩লুইপাঅ-পসাএঁ১৩ দারিক দ্বাদশ১৪ ভূঅণেঁ১৫ লাধা১৬ ॥ধ্রু॥
 

. সুনকরুণরি। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
            
চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
. বারেঁ।
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
৩. কাঅবাক্চিঅ। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
৪. পারিমকূলে। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
৫. অলক্ষ। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
৬. মহাসুহে। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
৭. কিন্তো। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
            
চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
৮. মহাসুহলীণে।
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
৯. ভুঞ্জই। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
            
চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
১০. ইন্দিজানী।
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
১১. সঅনুত্তর
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্র।
            
চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
১২. মোহেরা।
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্র।
            
চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
১৩-১৩। লুইপাঅ।
বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্র।
১৪. দ্বাদস।
চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
১৫. ভূষণেঁ
। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্র।
১৬. লধা। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্র।
             চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন


সূত্র :